• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৫:৫২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৫:৫২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বঙ্গবন্ধু নেলসন মেন্ডেলার থেকে এগিয়ে: ঢাকা কলেজ অধ্যক্ষ

১৭ মার্চ ২০২৪ বিকাল ০৩:২৭:১৯

বঙ্গবন্ধু নেলসন মেন্ডেলার থেকে এগিয়ে: ঢাকা কলেজ অধ্যক্ষ

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেলসন মেন্ডেলা থেকে এগিয়ে রয়েছেন । পৃথিবীতে কিছু কিছু নক্ষত্রের সৃষ্টি হয়- যারা পৃথিবীর জাতি, গোষ্ঠীর ইতিহাসকে নতুন করে লিপিবদ্ধ করেন। তাদের মধ্যে একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

১৭ মার্চ রোবাবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকা কলেজ ক্যাম্পাসে তিনি এসব কথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আরও বলেন, নিজের জাতীয়তাবোধ, স্বকীয়তা, শোষণ-বঞ্চণা থেকে জাতিকে জাগিয়ে তোলার প্রয়াস মহান সৃষ্টিকর্তা বঙ্গবন্ধুকে দিয়েছিলেন। ৭১ এ স্বাধীনতা সংগ্রাম হত না যদি ৭ মার্চ ভাষণ না দিতেন তিনি। আর এটি না হলে ২৬ মার্চ আসতো না, ১৬ ডিসেম্বরে বিজয় অর্জন হতো না।

বঙ্গবন্ধু তার সম্মোহনী শক্তি, তার আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে জাতি-রাষ্ট্র উপহার দিয়েছেন। এরপর ঢাকা কলেজ টিচার্স লাউঞ্জে বঙ্গবন্ধুর জীবনের উপর চলচিত্র প্রদশর্নীর করা হয় । সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে দুপুর ১.৪৫ মিনিটে মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় উপসনালয়ে প্রার্থনার আয়োজন করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১