ঢাকা কলেজ প্রতিনিধি: স্বৈরাচারের পক্ষ অবলম্বনকারী কলেজ অধ্যক্ষ, কলেজ প্রশাসন ও হল প্রশাসনের দায়িত্বে থাকা শিক্ষকদের পদত্যাগের দাবিতে ঢাকা কলেজে প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
১১ আগস্ট রোববার সকাল ১০ টার মধ্যে অধ্যক্ষ ও কলেজ প্রশাসনকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। ১০ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৫টায় কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রিন্সিপালের পদত্যাগ দফা এক দাবি এক, প্রিন্সিপালের গদিতে আগুন জ্বালো একসাথে, এক দফা এক দাবি প্রিন্সিপাল তুই কবে যাবি এ ধরনের স্লোগান দেয় সাধারণ শিক্ষার্থীরা।
প্রতিবাদ সমাবেশ কলেজের মূল ভবনের সামনে থেকে শুরু হয়ে শহিদ মিনার, কলেজের মূল ফটক থেকে বিজয় চত্বর হয়ে অধ্যক্ষের অফিসের সামনের রাস্তায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনকারী মামুন শেখ তার বক্তব্যে বলেন, আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত জনসমাগম (শিক্ষার্থী) নিশ্চিত করে সাধারণ শিক্ষার্থীরা কেউ কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল কাউকে চায় না। আমরা অনতিবিলম্বে তাদের পদত্যাগ দেখতে চাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available