সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে প্রায় সকল রাস্তার বেহাল অবস্থা। রাস্তাগুলো সংস্কার ও পুননির্মাণ না করায় বর্তমানে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বারবার নির্মাণ ও সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তা থেকে যায় আড়ালে।
২৪ ফেব্রুয়ারি শনিবার সৈয়দপুর শহরের ৫টি পয়েন্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ করে এই প্রতীকী অনশন। তারা সকল প্রকার কাজ বন্ধ করে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করে।
শহরের রেলঘুমটিতে প্রতীকী অনশনে নেতৃত্ব দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি আজিজুল হক। সৈয়দপুর থানার সামনে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এ সময় বক্তব্য দেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল কবির, সড়ক সম্পাদক জহির উদ্দিন, শ্রমিক নেতা রাসেল হেসেন, দিলিপ ও দুলাল হোসেন।
রেলওয়ে স্টেশন এলাকায় নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার হোসেন জাভিস্ক, চিনি মসজিদ এলাকায় নেতৃত্ব দেন অটোরিকশা শ্রমিক নেতা রাসেল।
এছাড়া গোলাহাট এলাকায় নেতৃত্ব দেন বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সৈয়দপুর শাখার নেতা আনোয়ার হোসেন।
তারা সকলেই জানান, মেয়রের সময় আছে আর মাত্র দুই বছর। তিন বছর সময় পার হলেও তিনি কোন রাস্তার কাজ ঠিকমত করতে পারেননি। তামান্না সিনেমা হল থেকে ওয়াপদা পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা চলাচলে একেবারে অনুপযোগী। কিন্তু বিভিন্ন তালবাহানা করে মেয়র সময় ক্ষেপন করছেন। আমরা দ্রুত সময়ে রাস্তা সংস্কার চাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available