চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে ভিজিডির (ভিডব্লিউবি) চাল দিতে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে চেয়ারম্যান জানান চাল দিতে নয়, পরিষদের ট্যাক্সের টাকা নেয়া হয়েছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার ঘোড়জান ইউনিয়নে ২ দিনব্যাপী ভিজিডির চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার ওই ইউনিয়নের ৩৬৮ জন কার্ডধারীদের মাঝে জুলাই এবং আগস্ট এ ২ মাসের ভিজিডির ২ বস্তা (৬০কেজি) করে চাল বিতরণ করা হয়। এ সময় ৩৬৮ জন উপকারভোগীর নিকট থেকে ১০০ টাকা করে নেয়া হয়।
এছাড়াও চাল পরিবহন ও বিতরণ খরচ দিলেও খরচ বাচাতে চাল গোডাউনে না নিয়ে নদীতে নৌকা থেকেই বিতরণ করেন। অভিযোগ আছে এসব সরকারি চাল বিতরণের আগ পর্যন্ত দুইদিন এক রাত নদীতেই ছিলো।
চাল নিতে আসা জাজুরিয়া গ্রামের মোহাম্মদ আলী বলেন, চাল নিতে সবাই টাকা দিয়েছে, কি জন্য টাকা নিচ্ছে তা আমি জানি না। একই কথা জানান ভুক্তভোগী আলেয়া খাতুন ও নূরবানু। তারা বলেন, চাল নিতে এর আগে টাকা না নিলেও এবার ১০০ টাকা নিয়েছে।
ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, কার্ড অনুযায়ী সঠিকভাবে চাল বিতরণ করা হয়ছে। আর টাকা পরিষদের ট্যাক্স বাবদ নেয়া হয়েছে।
এ বিষয়ে ঘোড়জান ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী বলেন, চাল বিতরণের জন্য কোন টাকা নেয়া হয়নি, পরিষদের ট্যাক্স বাবদ ১০০ টাকা করে নেয়া হচ্ছে। অন্যান্য ইউনিয়ন পরিষদও এভাবে ট্যাক্স আদায় করা হচ্ছে। ট্যাক্স রশিদ ছাড়া টাকা নেয়া বিষয় জানতে চাইলে তিনি বলেন, চাল বিতরণের সময় ভিড় থাকে, সবার নামের তালিকা আছে তাই আগামী মাসে সবাইকে ট্যাক্স রশিদ দেয়া হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শামীম জাহিদ তালুকদার বলেন, ভিজিডির (ভিডব্লিউবি) চাল দেয়ার সময় টাকা নেওয়ার নিয়ম নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখবো।
অনিয়মের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বারে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available