লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলার ৬নং মাইনীমুখ ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল খাত থেকে দ্বিতীয় কিস্তির বরাদ্দের টাকা শিক্ষা প্রতিষ্ঠানের নামে উত্তলন ও রাস্তা মেরামতের নামে লুটে নিয়েছে দায়িত্বশীলরা।
জানা যায়, মাইনীমুখ হাই স্কুলের ওয়াশ রুম সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে ২ লাক্ষ ৪৭ হাজার ২শ টাকা বরাদ্দ দেওয়া হয়। উক্ত টাকা ইউপি সদস্যা রাবেয়া আক্তারের (প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির) হাতে বুঝিয়ে দেন ইউপি চেয়ারম্যান।
মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, ‘কয়েক মাস আগে আমাদের স্কুলের ছাত্রদের বিদায় অনুষ্ঠানে এমপি এসেছিলেন, তখন তাড়াহুড়ো করে ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি ফয়জুল আজীম নিজে একটি ওয়াশ রুম বানিয়ে দেন। এছাড়া কারা বরাদ্দ নিয়ে আসছে, কিসের বরাদ্দ এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে সরকার পতনের পর থেকে শুনতেছি, আমাদের স্কুলের ওয়াশ রুমের নামে বাজেট আসছে ২ লক্ষ ৪৭ হাজার ২শ টাকা।‘
মাইনীমুখ মডেল হাই স্কুলের বর্তমান সভাপতি ইসমাইল হোসেন জানান, ‘প্রকল্পের বিষয়ে আমি কিছু জানি না। আপনার কাছেই জানলাম।’
ইউপি সদস্যা ও প্রকল্প সভাপতি রাবেয়া বেগম বলেন, ‘বরাদ্দ পেয়ে মাইনীমুখ মডেল হাই স্কুলের ২টি টয়লেট সংস্কারের কাজ সম্পন্ন করে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমাল হোসেন কমল বলেন, ‘উক্ত বিষয়ের বরাদ্দের কাজ এখনো শেষ হয়নি। শেষ হলে আপনাদের জানানো হবে। এ বিষয়ে ইউপি সদস্যা রাবেয়া জানেন না। তাই বলেছেন কাজ শেষ হয়েছে।।
অপরদিকে একই বরাদ্দের লংগদু রোড থেকে ভারত চন্দ্র চাকমার বাড়ি পর্যন্ত রাস্তায় ইট সলিং প্রকল্পে ১ লক্ষ ৫০ হাজার টাকার কাজ না করার অভিযোগও পাওয়া গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available