• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৬:২৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৬:২৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় নাছরীন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৭ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:১৪:২১

আখাউড়ায় নাছরীন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৬ জানুয়ারি রোববার সকালে স্কুল মাঠে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কুচকাওয়াজ, ডিসপ্লে, বিভিন্ন খেলাধুলা, যেমন মানায় তেমন সাজসহ শিক্ষা ও সচেতনতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

দৌড়, ক্রিকেট, ব্যাডমিন্টন, মিউজিকেল চেয়ার, রশি লাফ ও খেলাধুলায় অংশ নেয় শিক্ষার্থীরা। এছাড়াও বাল্য বিবাহ রোধ ও ইভটিজিং বিষয়ে সচেতনতামূলক নাটিকায় অভিনয় করেছে শিক্ষার্থীরা।

তবে সবার নজর কাড়ে বেদের মেয়ে। ভিন্ন পোষাক ও বাহারি সাজে সজ্জিত হয়ে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে পিড়িতের তাবিজ বিক্রির ফেরি করে সবাইকে চমকে দেয় এক শিক্ষার্থী। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম সঞ্চালনা করেন শিক্ষক কাজী সাফিয়া খাতুন।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফকরুল আলম হানিফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খাঁন, উপজেলা জামায়াতের আমীর মাও. বোরহান উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ইকবাল, বিএনপি নেতা মো. শাহনেওয়াজ খান, আবুল ফারুক বকুল, জালাল উদ্দিন জালাল, উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকির হোসেন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১