ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ইহার আরবিবি ইটভাটার মাটির স্তূপে সোনা পাওয়ার প্রচারিত সংবাদের প্রেক্ষিতে বাংলাদেশ ভূতত্ত্ব অধিদফতরের একটি টিম সরজমিন অনুসন্ধান করেছেন।
ইটভাটায় স্তূপকৃত মাটিতে সোনা পাওয়া যাচ্ছে এমন গুজবে হাজার হাজার মানুষ কোদাল, খুন্তি, বসিলা নিয়ে রাত দিন মাটি খুঁড়ে ভাগ্য পরিবর্তনের আশায়। এমন পরিস্থিতিতে মারামারি কলহ হওয়ার আশঙ্কায় এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে প্রশাসনের পক্ষ থেকে সে ইট ভাটায় গত ২৬ মে ১৪৪ ধারা জারি করা হয়। এরই প্রেক্ষিতে ইটভাটার সমস্ত মাটি ট্রলি দিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
গত ৩ জুন সহকারী পরিচালক (ভূতত্ত্ব) আনোয়ার মোহাম্মদ সায়েম ও সহকারী পরিচালক (ভূত্বত্ত) আল রাজি এবং রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, বাছর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্মন ও অন্যান্যদের সাথে নিয়ে আরবিবি ইটভাটায় রক্ষিত মাটির স্তুপ মন্দিরের পাশের জমি ও পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার নানাহার পুকুরের মাটির নমুনা সংগ্রহ করেন। ইটভাটায় কর্মরত শ্রমিকরা জানায় ট্রলি মাধ্যমে তারা সরিয়েছে এবং নিজেরাও তারা কোন সোনা পায়নি।
সহকারী পরিচালক (ভূতত্ত্ব) আনোয়ার সাদাৎ মুহাম্মদ সায়েম বলেন, আমরা ওই এলাকার বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিয়েছি এবং তিন স্থানের মাটির নমুনা সংগ্রহ করেছি। আসলে এটি ভূতাত্ত্বিকভাবে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের বিষয়। সে হিসেবে এ মাটিতে সোনা থাকার সম্ভাবনা নেই তবে প্রত্নতাত্ত্বিকভাবে গুপ্তধন আকারে দেশের যেকোনো স্থানে এসব থাকতে পারে। বর্তমান সরকার প্রাকৃতিক ও প্রত্নতাত্ত্বিক উভয় সম্পদ অনুসন্ধানে তৎপর আছে। আমরা যে মাটির নমুনা নিয়েছি ল্যাব টেস্ট করলে ওখানে স্বর্ণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available