• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৪:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৪:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:১৮:০৪

মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ভুয়া চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে  এক ব্যক্তির বিরুদ্ধে। দিপু নামের ওই ব্যক্তি নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী বলে দাবি করেন এবং ভিজিটের নামে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন ।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর  একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ওই চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে প্রতারণার শিকার হয়েছেন মর্মে  তিনি উল্লেখ করেন। অভিযোগকারীর বাড়ি উপজেলার টিকিকাটা ইউনিয়নের সূর্যমনি এলাকায়।

ভুয়া চিকিৎসক দিপু বরিশালের দক্ষিণ আলেকান্দা এলাকার মৃত মমিন আলীর পুত্র। মিথ্যা পরিচয় দিয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই চেম্বার দিয়ে রোগী দেখেন এই ভুয়া চিকিৎসক। এর আগেও ভুল চিকিৎসা করেছে বলে অভিযোগ উঠেছে এই ভোয়া চিকিৎসকের বিরুদ্ধে। 

অভিযোগ পত্রে তিনি বলেন, ১২ জানুয়ারি ১০ বছর বয়সী অসুস্থ ছেলে মহিবুল্লাহকে ডাক্তার দেখানের জন্য মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তিনি। হাসপাতালের গেটে আসতে না আসতেই একজন লোক তাদের সামনে এগিয়ে আসেন। হাসপাতালের সামনে বরিশালের একজন ডাক্তার রোগী দেখেন বলে তিনি তাদের জানান। একথা শুনে ওই ডাক্তারের চেম্বারে যান তারা। শুরুতেই শিশু মহিবুল্লাহকে ৩টি টেস্ট দেওয়া হয়। টেস্ট রিপোর্ট পেয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে ওষুধ লিখেন তিনি। এ সময় তিনি নিজেকে এমবিবিএস ডাক্তার বলে পরিচয় দেন। প্রেসক্রিপশনে এমবিবিএস লেখা নেই কেন এমন প্রশ্নেন জবাবে প্যাড শেষ হয়ে গেছে বলে তিনি শিশুটির বাবা মোস্তাফিজুর রহমানকে বুঝানোর চেষ্টা করেন। ওষুধ খাওয়ার একদিন পরেই শিশুটির শরীর ফুলে যায়। তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. রাজীব রায় চৌধুরীর কাছে নিয়ে আসলে তিনি শিশু বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার হালদারের নিকট রেফার করেন। তার পরামর্শ অনুযায়ী শিশুটিকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার পর সুস্থ হয়। ভুয়া চিকিৎসকের অপচিকিৎসায় তার দু'টি কিডনিতে সমস্যা দেখা দেয়। এতে প্রায় ১ লক্ষ টাকা চিকিৎসা খরচ মেটাতে ভুক্তভোগী পরিবারটিকে হিমশিম খেতে হয়।

এ ব্যাপারে পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, দিপু নামে ওই ভুয়া চিকিৎসককে আইনের আওতায় আনার জন্য একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু অভিযানের সময় সে পালিয়ে যায়। গোয়েন্দা সংস্থা সহযোগিতা করলে তার বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩