• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৮:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৮:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

শিশু অপহরণের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২

২৫ জুন ২০২৪ দুপুর ০২:৪০:৪৯

শিশু অপহরণের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে শাহিল (৮) নামের এক শিশুকে অপহরণ করার ভিডিও বাবার কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবির ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেফতার ও শিশুটিকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। 

গ্রেফতাররা হলো- আল-আমিন (২৭) ও নুর ইসলাম (৩৫)। তারা দু’জনেই রাজধানীর কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুরের বাসিন্দা।

২৫ জুন মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গত রোববার রাত আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলাম বাজার এলাকার সানোয়ার বাড়ির ভাড়াটিয়া ফল ব্যবসায়ী মো. রুবেলের আট বছরের ছেলে শাহিল বাসার নিচ থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে তার মুঠোফোনে ফোন করে ছেলেকে অপহরণ করা হয়েছে বলে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিষয়টি নিশ্চিত করতে অপহরণের পর ছেলেকে হাত-পা বাঁধা অবস্থার একটি ভিডিও তার মোবাইলে পাঠানো হয়। বিষয়টি কাউকে জানালে ছেলেকে হত্যা করা হবে এমন হুমকি দেয়ার পর রুবেল কাউকে কিছু না বলে মুক্তি পণ দেয়ার জন্য টাকা জোগাড় করতে থাকে।

পরে টাকা জোগাড় করতে না পেরে নিরুপায় হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করলে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা (মামলা নম্বর ৬২) দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের শনাক্ত করে অফিসার ইনচার্জ মামুনুর রশিদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ৬ ঘণ্টার মধ্যে আসামি দুজনকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে শিশু শাহিলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও জানান, অপহরণের সাথে আর কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের করার জন্য আসামিদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫