নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকা থেকে শিশু সন্তানের মাকে বিবাহে ব্যর্থ হয়ে নাবালিকাকে অপহরণের মূলহোতা মাহবুর আলম ওরফে পারভেজ (৪৬) ও কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা থেকে অপহরণের সাথে জড়িত শাকিল আহমেদ রুবেলকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করা হয়।
গ্রেফতার মাহবুর আলম ওরফে পারভেজ সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। অপর গ্রেফতার শাকিল আহমেদ রুবেল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুরের সাঈদ আহমেদের ছেলে।
৭ অক্টোবর সোমবার রাতে র্যাব-১১ এর মিডিয়া অফিসার ও এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতার আসামী মাহবুর আলম ওরফে পারভেজ ও নাবালিকা ভিকটিমের মা পরস্পর দূর সম্পর্কের খালাতো ভাই-বোন এবং একই এলাকার বাসিন্দা। একই এলাকায় বসবাসের সুবাদে তাদের একে অপরের বাসায় যাতায়াত ছিল।
সম্প্রতি ভিকটিমের মা স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় দুই সন্তানকে নিয়ে তার পিতার বাড়িতে এসে বসবাস করছিলেন। একপর্যায়ে মাহবুর আলম ওরফে পারভেজ তাকে বিবাহের প্রস্তাব দেন। কিন্তু তিনি বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে পারভেজ ক্ষিপ্ত হয়ে তাকে ও তার সন্তানদের অপহরণসহ গুম করা হুমকি প্রদান করেন। এর পর গত ৬ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে পারভেজ তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে নাবালিকা ভিকটিমকে ফোন করে ঘরের দরজা খুলতে বলে। নাবালিকা ভিকটিম ঘরের দরজা খুলে দিলে আসামী পারভেজ তার সহযোগী শাকিল আহমেদ রুবেলের সহায়তায় নাবালিকাকে ফুসলিয়ে ঘরের বাইরে নিয়ে আসে।
পরবর্তীতে তারা শিশুটিকে সহযোগী আসামী শাকিল আহমেদ রুবেলের সহায়তায় কুমিল্লায় পাঠিয়ে দেয়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে প্রথমে সিদ্ধিরগঞ্জ থানায় এবং পরে র্যাব-১১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর নাবালিকার বাবা বাদী হয়ে উপরোক্ত ২ জনের বিরুদ্ধে সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এরপর র্যাব প্রথমে অভিযান চালিয়ে প্রথমে হিরাঝিল এলাকা থেকে পারভেজকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের সহায়তায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার কান্দিরপাড়া এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করা করে এবং শাকিলের হেফাজত থেকে নাবালিকা ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতার আসামীদের ও উদ্ধারকৃত নাবালিকাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available