• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৩:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৩:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে শিশু অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

১১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২২:৩২

কালিয়াকৈরে শিশু অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ৫ বছর বয়সী শোয়াইব হোসেনকে অপহরণ করে তার বাবার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার টান কালিয়াকৈর এলাকা থেকে শোয়াইবকে অপহরণ করা হয়।

১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে রুবেল হোসেনের মোবাইল ফোনে অপহরণকারীরা কল করে জানায়, তাদের সন্তান শোয়াইব তাদের কাছেই আছে। ৫ লাখ টাকা মুক্তিপণ দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। কলের পরপরই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিকেলে আবারও অপহরণকারীরা রুবেলের মোবাইলে কল করে জানায় ৩ লাখ টাকা দিতে হবে, নইলে পরদিন শিশুটির মরদেহ পাঠানোর হুমকি দেওয়া হয়।

শোয়াইব হোসেনের বাবা রুবেল হোসেন, উপজেলার টান কালিয়াকৈর এলাকায় ভাড়া বাসায় থেকে রাজধানী পরিবহনের একটি বাস চালাত। বুধবার রাত আনুমানিক ৮টার পর থেকে শোয়াইবের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে, সেই রাতেই তারা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানিয়েছেন, অপহৃত শিশুকে উদ্ধারের জন্য পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। পুলিশের ধারণা অনুযায়ী, এটি পূর্বশত্রুতা হতে পারে। শোয়াইবের বাবার কোনো আত্মীয় এই অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫