গাইবান্ধা প্রতিনিধি: ৭ বছর পর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অপারেশন থিয়েটার। এর মাধ্যমে অবসান ঘটলো উপজেলাবাসীর দীর্ঘ প্রতীক্ষার।
১৯ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ওটিতে সফল সফল অস্ত্রপাচারের মাধ্যমে গৃহবধূ জিম্মি আক্তারের (২০) গর্ভে জন্ম নেয় এক পুত্র সন্তান।
এ অপারেশনের নেতৃত্ব দেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার সাবরিনা পারভীন। সঙ্গে ছিলেন জুনিয়র কনসালট্যান্ট এনেস্থেসিয়া ডাক্তার আতিকুর রহমান, ডাক্তার উলফাত আরা ইমু ও ওটি ইনচার্জ সিস্টার ফাতেমা বানু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্ল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দীর্ঘ সাত বছর ওটি বন্ধ ছিল। বর্তমানে একজন কনসালট্যান্ট এনেস্থথেসিয়া পদায়ন হওয়ায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, রংপুর জেলার পীরগঞ্জ এলাকার বাসিন্দা জিম্মি আক্তার নামে এক গৃহবধূকে সোমবার কমপ্লেক্সে ভর্তি করানো হয়। মঙ্গলবার সফল অস্ত্রপাচারের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক সম্পূর্ণ সুস্থ আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available