• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৯:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৯:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিভাগীয় হজ অফিস চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

২৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:০২:০২

বিভাগীয় হজ অফিস চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পাহাড়তলী হাজীক্যাম্পকে অতিসত্ত্বর চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস হিসেবে চালু করার দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে হজযাত্রী কল্যাণ পরিষদ।

২৭ এপ্রিল শনিবার দুপুরে নগরীর স্টেশন রোডে হজযাত্রী কল্যাণ পরিষদের ব্যানারে শতশত হজ ও ওমরা যাত্রী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বিশাল এই মানববন্ধনে বক্তব্য রাখেন-পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী ও মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম ।

এর আগে সকাল ৯টায় হজযাত্রী কল্যাণ পরিষদের আয়োজনে হোটেল সৈকতের হলরুমে হজ প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হয়। পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম।

সালেহ আহমেদ সুলেমান ও যাহেদুর রহমান যাহেদের সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে হজ ও ওমরাহযাত্রীগণকে প্রশিক্ষণ দেন ঢাকা থেকে আগত মুহাম্মদ তানভীর হোসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে দিক নিদের্শনা দেন চট্টগ্রাম ডিস্ট্রিক ম্যানেজার শাহাদাত হোসাইন। বিপুল সংখ্যক হজ ও ওমরাহগমনকারী নারী-পুরুষের উপস্থিতিতে প্রায় ৩ ঘণ্টার অধিক সময় ধরে এ প্রশিক্ষণ চলমান থাকে ।

এ সময় উপস্থিত ছিলেন, বায়তুশ কামেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ, মুহাম্মদ ছলিম উল্ল্যাহ, ইসমাইল মানিক, প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, কাজী মুহাম্মদ সাহাদাত হোসাইন, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ নাঈম নিমু, জয়নাল আবেদীন সাবাব, শুয়াইব হাসান, অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মো. ছমি উদ্দিন, মুহাম্মদ ইদ্রিস আগ্রাবাদী, আলহাজ্ব মুহাম্মদ শরীফ, আবুল হাসনাত হাবিবুল বারী, নাজেম উদ্দিন ছিদ্দিকী, তামজিদুর রহমান, নুরুল ইসলামসহ অনেকে।

উল্লেখ্য, প্রশিক্ষণ ও সেমিনার শেষে মুনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা শিহাব উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩