বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে রোস্তম আলী গাঠু মিস্ত্রীর পুত্র জীবন ইসলাম (২৫) কে জ্যোৎস্না ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টুর নেতৃত্বে তার মিলের গোডাউন বর্তমান পাম্পের জেনারেটর রুমে বেধে রেখে পিটিয়ে হত্যা করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে সঠিক বিচারের দাবিতে এলাকাবাসী ও সাধারণ জনতা ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পার্শ্ববর্তী জ্যোৎস্না ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে ট্রাক্টরের ব্যাটারি চুরি হয়। তাই চোর সন্দেহে জীবন ইসলামকে রোববার সকাল ৮টার দিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জ্যোৎস্না ফিলিং স্টেশনের নাইট গার্ড জাহাঙ্গির ওরফে বাঘা, গোলাপগঞ্জ মোরের মৃত বাতেনের পুত্র বাবু ও পাম্পের মাস্টারসহ সংবদ্ধ একটি সন্ত্রাসী দল।
যুবক জীবন ইসলামকে ফিলিং স্টেশনের মালিক রতকুমার সাহা রেন্টুর নির্দেশে তিন ঘণ্টা ধরে কয়েক দফায় মারধর ও চরম শারীরিক নির্যাতন করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এজন্য সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২ ঘণ্টার ঊর্ধ্বে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
পরিস্থিতি শান্ত করতে বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মজিবুর রহমান তার স্বঙ্গীয় ফোর্সসহ সেনাবাহিনীর একটি টিম এসে এলাকাবাসী অসাধারণ জনতাকে আশ্বস্ত করে দোষী ব্যক্তিদের নামে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে জানান তিনি।
পরে উপজেলা প্রশাসন ভূমি দীপঙ্কর কুমার বর্মন ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল এসে পরিদর্শন করে ১নং আসামি রতন কুমার সাহা রেন্টুর পেট্রোল পাম্প, জ্যোৎস্না ফিলিং স্টেশন সিলগালা করে। এরপর এলাকাবাসী অবরোধ তুলে নিয়ে নিহতের জানাজা ও দাফন সম্পন্ন করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available