নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং ওই সরকারের দোসরদের বিচারের দাবিতে গাজীপুরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গাজীপুর সদর উপজেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৪ আগস্ট বুধবার বিকাল ৫টায় ভবানীপুর বাজারে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জয়নাল আবেদীন রিজভীর সভাপতিত্বে ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াৎ হোসেন সবুজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবর রহমান, সাংবাদিক নেতা আবু বকর সিদ্দিক, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসমাইল, গাজীপুর সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা, ভাওয়াল কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও জেলা যুবদল নেতা আমির হোসেন রিপন, কৃষি বিষয়ক সম্পাদক ইমান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আজহার মন্ডল, সদর উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আসিফ সরকার, সদর উপজেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক কামাল হোসেন, উপজেলার সদস্য বিল্লাল হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম, বিএনপি নেতা হেলাল উদ্দিন আকন্দ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ইমরান সরকার, যুগ্ম সম্পাদক হালিম, রিয়াজ, হাবিবুর রহমান, আলী হোসেন শিকদার, উৎস, সহ বিভিন্ন ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আলহাজ জয়নাল আবেদীন রিজভী বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের ১৭ বছরের শাসনামলে শুধুই নির্যাতিত হয়েছি আমরা। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, সময় এসেছে প্রতিরোধের।
এসময় বক্তারা বলেন, ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। এমনকি ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি করে তারা শেখ হাসিনার বিচার চান। ১৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগ কোনো ধরনের অরাজকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা শক্ত হাতে দমন করার হুঁশিয়ারিও দেয়া হয় অনুষ্ঠান থেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available