গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষার্থীরা জরিমানা প্রথার সংস্কারকে প্রধান করে ২১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছে। ২২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় সমবেত হয়ে দাবিগুলো পুনরায় আলোচনা করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ তারিখ থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখ অবধি সেমিস্টার ফি গ্রহণ করা হবে এবং এর মধ্যে ফি পরিশোধ করা না হলে বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন এবং ২১ দফার বিষয়টি পুনরায় আলোচনায় আসে। পরবর্তীতে আজ সকালে তারা ক্লাস বর্জনের ঘোষণা দেন।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, প্রশাসনের কাছে কিছুদিন আগেই ২১ দফা দাবি প্রদান করা হয়। সেখানে তারা দাবিগুলোকে যৌক্তিক বলে গণ্য করেন। কিন্তু হঠাৎ করেই এমন উদ্ভূত পরিস্থিতিতে আবার পুরানো ধরাবাঁধা নিয়মেই ফি প্রদানের ব্যাপারে নির্দেশনা জানানো হয়েছে। যা নিতান্তই অযৌক্তিক এবং জুলুমের শামিল।
সেমিস্টার ফি প্রদানের জন্য এমন অল্প সময় বেধে দেওয়া অনুচিত এবং জরিমানার পরিধিও একেবারেই অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন এই শিক্ষার্থীরা।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রফিকুল ইসলাম ছাত্রদের দাবির সাথে একাত্মতা পোষণ করে জানান, ছাত্রদের দাবি সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত না হলেও জানতে পেরেছি সেমিস্টার ফি ও ওয়েবার নিয়ে তাদের বিভিন্ন দাবি রয়েছে। যা হুট করে বললে পরিবর্তন সম্ভব নয়। এ সব আমরা সবাই মিলে বসে ঠিক করেছিলাম এখন পরিবর্তন করতে হলে আবার সভা ডাকতে হবে। সব কিছু নিমতান্ত্রিক হতে হবে। আজ প্রশাসনে কেউ নেই সবাই আসলে একসাথে বসে আলোচনা করে জানানো হবে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের সভা কক্ষে সাবেক রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদের অপসারণকে মুখ্য করে ২১ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available