সাভার প্রতিনিধি: নানামুখী উদ্যোগেও যেন অসন্তোষ থামছে না গার্মেন্টস শ্রমিকদের। অসাধু দুষ্কৃতকারীদের ইন্ধনে গার্মেন্টস ভাঙচুরসহ শিল্পাঞ্চলে অসন্তোষ দেখা দিয়েছে। পোষাক শিল্পে নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে আশুলিয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি। আজ মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত শিল্পাঞ্চলে এ কর্মসূচি পালন করে ইয়ারপুর ইউনিয়ন বিএনপি।
বিএনপি দলীয় সাবেক সাংসদ ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু এবং সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লবের নির্দেশনায় সংগঠনটি এ কর্মসূচি পালন করেছে। এতে সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ.হাই আল- হাদী। এ সময় অনেকের মধ্যে
উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্লা, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও আশুলিয়া থানা যুবদলের নেতা জাহিদ হাসান বিকাশ।
পোষাক শিল্পে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে সভাপতি তার বক্তব্যে বলেন, পোষাক শিল্পে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না। এজন্য স্থানীয় বিএনপি সকাল-বিকাল মাঠে থাকবে।
আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা বলেন, পোষাক শিল্প হল সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়নগঞ্জসহ আমাদের একটি জাতীয় সম্পদ। তাই এই সম্পদ রক্ষার দায়িত্ব সবার। এই সম্পদ রক্ষা করতে আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে রয়েছি। কোনো অপশক্তি এই সম্পদ বিনষ্ট করতে পারবে না।
আশুলিয়া থানা যুবদলের নেতা জাহিদ হাসান বিকাশ বলেন, কোনো প্রকার শিল্প যাতে ক্ষতি না হয় সে জন্য আমাদের যুবদলের আশুলিয়া থানা ও ইয়ারপুর ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক কাতারে দাঁড়িয়েছি। এজন্য আমরা কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত রয়েছি।
এসময় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available