নোয়াখালী প্রতিনিধি: উচ্চ শিক্ষার অধিকারের দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
সাইফুল ইসলামের সঞ্চালনায় ২৯ সেপ্টেম্বর রোববার শিক্ষার্থীরা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে নোয়াখালী-ঢাকা ও চট্টগ্রাম হাইওয়ে সড়কে প্রদক্ষিণ করে চৌমুহনী-চৌরাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এই সময় তারা তাদের উচ্চ শিক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের উচ্চ শিক্ষার জন্য দাবি তুলতে গিয়ে নানা হয়রানি শিকার হয়েছেন। দমন পীড়ন সহ্য করতে হয়েছে। আর এইসব এখন সহ্য করা হবে না। তাদের যৌক্তিক দাবিগুলো আমাদের ন্যায্য অধিকার বলে স্লোগান দেন তারা। তারা আরো বলেন, কৃষি উপদেষ্টার মাধ্যমে তারা শীঘ্রই এই ব্যাপারে একটি স্মারকলিপি প্রদান করবেন এবং তাদের দাবি তিনি মেনে নিবেন।
তাদের প্রধান ৪টি দাবি ছিলো- ১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববদ্যিালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। ২. কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করে দিতে হবে অথবা আয়তনে সবচেয়ে বড় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে হবে। ৩. ডিপ্লোমা কৃষি শিক্ষাকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হবে এবং সেই অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ৪. কৃষি ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
এসময় উচ্চ শিক্ষা অধিকার আদায়ের দাবিতে ছাত্র সংসদের পক্ষে থেকে বক্তব্য রাখেন ভিপি রায়হান খান, প্রতিনিধি ইকবাল রাজ, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নাইমা ইসলাম, রিয়াদ হোসেন, রায়হান উদ্দিন শামীমসহ আরো অনেকে।
অবস্থান কর্মসূচি শেষে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. মোহাম্মদ জাকির হোসেনের সাথে শিক্ষার্থীরা দাবিগুলো নিয়ে কথা বলেন।
কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. মোহাম্মদ জাকির হোসেন জানান, তাদের দাবিগুলো যৌক্তিক এবং সাধারণ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার বিষয়ে সরকার বিবেচনা রাখবেন বলেও তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available