• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১২:১৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১২:১৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে অবহিতকরণ সভা

১২ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৩২:০৪

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে অবহিতকরণ সভা

বাবুল আকতার, খুলনা ব্যুরো: ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্তকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের সম্মেলনকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দফতরের বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ। ইউনিসেফের সহযোগিতায় খুলনা জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিচালক বলেন, ডেঙ্গুতে আতংক নয়, সচেতনতা প্রয়োজন। মশা যে কোন সময়ে কামড়াতে পারে। বাড়ির আঙ্গিনা, অফিস চত্ত্বর, ফুলের টব ও সকল স্কুল-কলেজের আশপাশ পরিস্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। এজন্য জনগণের মধ্যে বেশি সচেতনতা তৈরি করতে হবে। নিজেদের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, জ্বর আসলে ডেঙ্গু পরীক্ষার কোন বিকল্প নেই। সব জ্বরেই ডেঙ্গু হয় না, ডেঙ্গু জ্বর পরীক্ষা করার জন্য সরকারি হাসপাতালে ৫০ টাকা ফি নির্ধারণ করেছে সরকার। খুলনাকে ডেঙ্গুমুক্ত রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থাসহ সকলকে এক হয়ে কাজ করতে হবে।

খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেনের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা ইউনিসেফের চীফ মো. কাওছার হোসেন, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও ইউনিসেফের ফিল্ড অফিসার সুফিয়া আক্তার। সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম নাজমুল আহসান। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. মো. আরিফুর রহমান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান, ঢাকা ইউনিসেফের এসবিসির কনসালটেন্ট রেজওয়ান নবীন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, খুলনা বিভাগের ১০টি জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। শহরের পাশাপাশি গ্রামেও দেখা দিয়েছে ডেঙ্গু। সবার মনে রাখতে হবে ডেঙ্গু হলে এন্টিবায়োটিক ঔষধ সেবন করা যাবে না। জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করতে হবে। পুরুষের পাশাপাশি ডেঙ্গু রোগে শিশু ও নারীরা বেশি ঝুঁকিতে থাকেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই।
 

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮