• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:১২:৫১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:১২:৫১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বালু উত্তোলন, নীরব প্রশাসন

১ আগস্ট ২০২৪ সকাল ১১:৩৭:১৪

নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বালু উত্তোলন, নীরব প্রশাসন

রাজবাড়ী প্রতিনিধি: পদ্মা ও তার শাখা নদী থেকে অনুমতি ছাড়া অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

এই রায়কে অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ফৈইজদ্দিন মাত্তার পাড়া সংলগ্ন মরাপদ্মা নদী থেকে প্রকাশ্যে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। দীর্ঘদিন যাবত প্রশাসনের নাকের ডগায় বসে এভাবে অবৈধভাবে মরা পদ্মা নদী থেকে  বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনের কবলে পড়েছে অন্তত ২০ গ্রামের লাখো মানুষ। সেইসাথে অন্তত ২০০ বিঘা ফসলি জমি, বাড়িঘর ও বসতভিটাসহ নানা স্থাপনা। এ নিয়ে যেন কোনো প্রকার মাথা ব্যাথা নেই উপজেলার প্রশাসনের।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, বারবার মৌখিকভাবে উজানচর ইউনিয়ন পরিষদসহ উপজেলা প্রশাসনকে জানানো হলেও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

স্থানীয় বাসিন্দা রহমত, দিলু, ফাতেমা ও মিজান জানান, ‘বালু উত্তোলনের সাথে জরিত ব্যক্তিরা বলেন, তারা সবাইকে ম্যানেজ করেই বালু উত্তোলন করছেন। কাউকে জানিয়ে বা কারো কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই। কেউ তাদের কিছুই করতে পারবেন না।’

আর উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলজার হোসেন মৃধা জানান, ‘মরা পদ্মা থেকে বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। আমরা ইতোমধ্যে অভিযোগ পেয়েছি। বন্ধ করা হবে অবৈধ বালু উত্তোলন।’

তবে এলাকাবাসীর এমন অভিযোগ অস্বীকার করে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ‘উজানচর ইউনিয়নের ফৈইজদ্দিন মাতব্বর সংলগ্ন মরা পদ্মা নদী থেকে বালু উত্তোলন চলছে, এবিষয়ে এলাকাবাসীর কেউ উপজেলা প্রশাসনকে জানায়নি। তবে অবৈধ বালু উত্তোলনকারী সে যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। ছাড় দেওয়া হবে না কাউকে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঝাড়খণ্ডে ভরাডুবি হলো ক্ষমতাসীন বিজেপির
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১১:০০:৩৬



সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:৩১:০৭

নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:২৮:০৬