• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৩:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৩:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাঁকখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ ও জরিমানা আদায়

১৯ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:০৫:০৫

বাঁকখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ ও জরিমানা আদায়

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুর বাঁকখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ লাখ  ৯০ হাজার টাকা জরিমানাসহ ২টি ড্রেজার মেশিন জব্দ করেছে রামু উপজেলা প্রশাসন।

১৮ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার চাকমারকুল ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব ড্রেজার মেশিন জব্দ ও জরিমানা আদায় করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।

অভিযানে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ও চাকমারকুল বাঁকখালী নদীতে পরিবেশের ক্ষতি সাধন করে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) মোতাবেক দক্ষিণ মিঠাছড়ির দিদার বলিকে ৭০ হাজার, চাকমারকুলের জিয়াবুল সওদাগরকে ৭০ হাজার ও আলা উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, জেলা প্রশাসক কক্সবাজারের নির্দেশে আমাদের এই অভিযান। যে সকল অসাধু বালু ব্যবসায়ী পরিবেশের ক্ষতি সাধন করে অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো ট্রলারেন্স, তাদের সাথে কোনো ধরনের আপোস নেই। ভূমিদস্যু বা যারা পরিবেশের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩