• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪১:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪১:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাজিতপুরে ইটভাটা নির্মাণ: শত বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা

৩ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৫৫:৪০

বাজিতপুরে ইটভাটা নির্মাণ: শত বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে দুই ফসলি কৃষিজমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে। নতুন এই ইটভাটা চালু হলে আশপাশের কমপক্ষে ১০০ বিঘা জমির ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

দুই মাস ধরে উপজেলার হিলচিয়া ইউনিয়নের মুইতপুর মৌজার ভূল্লা এলাকায় নতুন এই ইটভাটা নির্মাণের কাজ চলছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন নির্মিত এই ইটভাটার চারপাশে রয়েছে বিস্তীর্ণ ধানক্ষেত। ফসলি জমিতে শ্রমিকেরা ইটভাটার চিমনি ও ক্লিনার নির্মাণের কাজে ব্যস্ত। বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইটের স্তূপ।

স্থানীয়রা জানান, বাজিতপুর উপজেলায় ১২টি ইটভাটা রয়েছে। এরমধ্যে সাতটি অবৈধ ও পাঁচটি মেয়াদোত্তীর্ণ। নতুন করে আরেকটি হলে এলাকার কৃষি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক ও ক্যামেরার সামনে বক্তব্য দিতে অপারগ স্থানীয় কয়েকজন কৃষক বলেন, যারা ইটভাটা নির্মাণ করছেন, তাদের এখানে নিজস্ব কোনো জমি নেই। আত্মীয়-স্বজনের জমি ও অন্যের জমি ভাড়া অথবা জোরপূর্বক ইজারা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের নিবন্ধন ছাড়াই সোহরাব, রবি, আসলামসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ইটভাটা স্থাপনের কাজ করছেন। তবে যথাযথ কাগজপত্র থাকার দাবি করেছে মালিকপক্ষ।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন আইন অনুযায়ী অবৈধ ইটভাটা নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩