• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪১:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪১:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে চার ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৭:৪১:১৬

মানিকগঞ্জে চার ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটভাউর এলাকায় চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে এসব ভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

এ সময় পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মো. ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট এ. কে. এম, ছামিউল আলম কুরসি ও পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক এবং পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের সহকারী পরিচালক মো. রেজওয়ান ইসলাম ও পরিদর্শক মোহাম্মদ শামছুর রহমান উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করেন মানিকগঞ্জ জেলা পুলিশের সদস্যগণ ও মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিস ইউনিট।

অভিযান চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স জামাল এন্ড কোং, মেসার্স অসীম ট্রেডার্স, মেসার্স এ রহমান ব্রিক্স এবং মেসার্স আঃ মালেক ব্রিক্স এর দেয়াল স্কেভেটরের সাহায্যে গুড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এ সময় প্রতিটি ইটভাটাকে ১০ লাখ টাকা করে জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর বলেন, ‘অবৈধ ইটভাটা নিয়ে উচ্চ আদালতের একটি নির্দেশনা আছে এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মন্ত্রী মহোদয়ের ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনার অংশ হিসেবে শনিবার মানিকগঞ্জে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছি।’

তিনি আরও বলেন, ‘এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা জেলা প্রশাসনের কোনো অনুমতি নেই। ইটভাটা উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এই অভিযান অব্যাহত থাকবে।‘

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩