লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আনিসুর রহমান বাচ্চু নামে এক যুবলীগ নেতার অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে গ্রামবাসী।
৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের কাছে স্মারকলিপি ও লিখিত অভিযোগ দেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, দুয়ারিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাচ্চু উপজেলার ধানাইদহপাড়া গ্রামে জনবসতি ও স্কুলের পাশে বিএসবি নামে একটি অবৈধ ভাটা দলীয় প্রভাব খাটিয়ে কয়েক বছর আগে থেকে রিচালনা করে আসছে। এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। ভাটায় জ্বালানি হিসেবে গাছ পোড়ানোয় উজার হচ্ছে গাছপালা। জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, মাটি কাটার ফলে কমছে ফসলি জমি। অধিক ভারবহনকারী গাড়ি চলাচলের কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা। ফলে দুর্ভোগে পড়েছে গ্রামবাসী।
স্থানীয় বাসিন্দা আহম্মদউল্লাহ আনসারী ও মতিয়ার বলেন, এশিয়ান টিভিকে সাক্ষাৎকার দেয়ার কারণে ভাটার মালিক মারমুখী আচরণ করে। এ ঘটনার জেরে সেনাবাহিনী গিয়ে ভাটা বন্ধের নির্দেশ দিলেও ভাটা মালিক তা বন্ধ করেনি। সেনাবাহিনী চলে যাওয়ার পর তারা পুনরায় ভাটা চালু করেছে। পরিবেশ দূষণকারী এসব ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে বিএসবি ভাটার মালিক আনিসুর রহমান বাচ্চুর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সেনাবাহিনী গিয়ে ওই ভাটা বন্ধের নির্দেশ দিয়েছে। আবার ভাটা চালু করলে ভাটার মালামাল জব্দ করে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available