• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৩:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৩:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বদলগাছীতে লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ

১৩ জুলাই ২০২৩ দুপুর ০২:০৪:০৪

বদলগাছীতে লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৩০টি অবৈধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও চট জাল জব্দ করা হয়েছে।

১২ জুলাই বুধবার উপজেলার সাতগাছীর আবাদপুর বিলে অভিযান চালিয়ে এসব অবৈধ জালগুলো জব্দ করা হয় হয়।

উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন। পরে জব্দকৃত ৫ হাজার মিটার অবৈধ এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, উপজেলার কিছু অসাধু জেলেরা অবৈধ জালগুলা দিয়ে ছোট ছোট পোনা মাছ ধ্বংস করে যাচ্ছে। ছোট মাছ এবং পোনা মাছ এভাবে ধ্বংস করলে বিলে ভবিষ্যতে হয়তো কোন মাছ পাওয়া যাবে না।

বদলগাছী নওগাঁর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা হয়। অভিযানে বদলগাছী থানা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা প্রদান করেন।

উপজেলা মৎস্য দপ্তর আবাদপুর বিলে ২০২২-২৩ অর্থবছরে বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়ন করে। সেখানে প্রায় ২ লক্ষ পোনা মুক্ত করে দেওয়া হয়। মাছগুলো বড় হলে সেখানকার আশ্রয়ণের মানুষজন ও অন্যান্য জনগণের আমিষের চাহিদা পূরণসহ আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে বলে জানান ওই মৎস কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩