• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৫:৪৪ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৫:৪৪ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর ড্রেনের কাজ বন্ধ করে দিলেন ইউএনও

২৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:৩৯:০৮

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর ড্রেনের কাজ বন্ধ করে দিলেন ইউএনও

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের ধাপারী বাজারে প্রায় ৫শ’ মিটার (কার্পেটিং) সড়কের পাড় কেটে অবৈধভাবে ড্রেন করার বিষয়ে ২২ সেপ্টেম্বর শুক্রবার সংবাদ প্রকাশিত হয় এশিয়ান টিভি অনলাইনে৷

শুক্রবার বেলা ১১টায় সংবাদটি প্রকাশ হওয়ার পর বিষয়টি নজরে আসে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের। এরপর বিকেলেই ঘটনাস্থল পরিদর্শনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান৷।

এ সময় তিনি ঘটনাস্থলে গিয়ে কার্পেটিং সড়কের পাড় কেটে ড্রেন করার বিষয়ে সত্যতা পান এবং দেখতে পান ড্রেন করার কারণে সড়কে চলাচলে অনুপযোগী হয়ে গেছে এবং বৃষ্টির পথচারীদের নানা ভোগান্তি হচ্ছে।

সড়কের পাড় কেটে এভাবে ব্যক্তিগত ড্রেন করায় সরকারের যেসব ক্ষতি হয়েছে তালিকা করে ক্ষতিপূরণ নেওয়ার জন্য নির্দেশ দেন উপজেলা প্রকৌশলীকে। যদি ক্ষতিপূরণ না দেয় তাহলে এই ড্রেন করার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া কথা জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান এশিয়ান টিভি অনলাইনকে জানান, এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশ হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়ক নষ্ট করে ড্রেন করে ব্যক্তি স্বার্থে পাইপলাইন নেওয়ার সুযোগ নেই৷

তিনি আরও জানান, এই ড্রেন করে সরকারের যে ক্ষতি হয়েছে, সেসব ক্ষতিপূরণ তালিকা করে আদায়ের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ আইন অমান্য করে আবারও এই ড্রেন করার চেষ্টা করে তাহলে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ব্যক্তি স্বার্থে ওই এলাকার বাসিন্দা রইসুজ্জামান নামের এক ব্যক্তির ৩তলা মার্কেটের পানি ও সেফটিক ট্যাংকের ময়লা পানি ইছামতী নদীতে ফেলার জন্য এই পাইপলাইন নিতে ড্রেন করেছিলেন। রইসুজ্জামান দেশের বাইরে থাকায়, স্থানীয় বান্দুরা ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য হারুন উর রশীদ দিপক দায়িত্ব নিয়ে এ কাজ করছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮