রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেপরোয়া বালু ব্যবসা বন্ধ করতে মানববন্ধন হয়েছে। ১৯ জানুয়ারি রোববার সকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের কদমতলি গ্রামে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন স্তরের জনসাধারণ ও বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াছ সিকদার, হৃদয় চক্রবর্তী, রতন বিশ্বাস, সজল চক্রবর্ত্তী, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ হাবিব, সজিত চক্রবর্ত্তী, বিএনপি নেতা মো. ইকবাল, আব্দুল সাত্তার, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি শওকত আলী, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, যুবদলের সদস্য শহীদুল ইসলাম সুমন, যুবদল নেতা মো. এনাম, মো. জাহেদ রাঙ্গুনিয়া জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ সভাপতি রিয়াজ সিকদার, সদস্য মো. নেছারুল প্রমুখ।
বক্তারা বলেন, কদমতলী এলাকা দিয়ে কর্ণফুলী নদীর পাড়ে হিন্দু ধর্মালম্বীদের জায়গা ও ফসলি জমি অবৈধভাবে দখল করে সেখানে আওয়ামী লীগের আমলে বেপরোয়া বালু বাণিজ্য করা হয়। এর সাথে জড়িত ছিল রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ। সম্প্রতি দেশের পট পরিবর্তনের পরও এই অবৈধ বাবালু লি বাণিজ্য বন্ধ হয়নি। বরং এরসাথে জড়িতরা ভিন্নরূপে আবির্ভাব হয়ে এই বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এর সাথে বিএনপি নামধারী কিছু লোকজন জড়িত হয়েছে।
এ সময় বক্তারা আরও বলেন, বেপরোয়া বালু বাণিজ্যের কারণে স্থানীয় সড়কগুলোর বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। স্থানীয় স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও এতে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এছাড়া বালু বাণিজ্যে সাথে জড়িতরা অবৈধ অস্ত্রের মুখে স্থানীয়দের প্রায়শই ভয়ভীতি দেখাতো। স্থানীয়রা অবৈধ এই বাবালু লি বাণিজ্য আর হতে দেবে না। কেউ অপচেষ্টা করলে তাকে প্রতিহত করা হবে বলে জানান বক্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available