আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজার ও বাইপাস এলাকায় রেলের জায়গায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অভিযানে রেলওয়ের জায়গায় অবৈধ অন্তত ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে সড়ক বাজার এলাকায় ফলের দোকান ও বাইপাস সড়কের পাশে মুদির দোকান, চায়ের দোকান ও কনফেকশনারি দোকান।
অভিযানে নেতৃত্ব দেন আখাউড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী ভূমি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও আখাউড়া ভূমি অফিসের মো. কায়সার হামিদ কাননগো।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, আখাউড়া সড়ক বাজারের মটর স্ট্যান্ড ও বাইপাস এলাকায় ৫০ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available