লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই ও ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার মতিকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা আনারুল হক নামের ব্যক্তি বিএনপির কেউ নয় উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা বিএনপি। এর আগে হাতীবান্ধা উপজেলার বড়খাতায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ নেতাকর্মী আহত ও বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
২৬ আগস্ট সোমবার রাতে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরিত ৫টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। আজ মঙ্গলবার জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান প্রামাণিক বিজ্ঞপ্তির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই ও একই উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার মতিকে তাঁদের স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এছাড়াও সাম্প্রতিক সময়ে আনারুল হকের মতো কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।
আনারুল হক বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের সদস্য নন। তার সংগঠিত অন্যায় অপকর্মের দায় বিএনপি এবং সহযোগী সংগঠনসমূহ বহন করবে না বলেও জানানো হয়। অপরদিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন বিএনপি ও যুবদলের কমিটির কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
লালমনিরহাট জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুল ইসলাম প্রামানিক জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই নেতাকে অব্যাহতি ও অপরজনকে বিএনপির কেউ নয় উল্লেখ করে জেলা বিএনপি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available