ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: একটা বয়স পর্যন্ত শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন থাকা মাদকের চেয়েও ভয়াবহ খারাপ। তাই তাদের স্মার্ট ফোন থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ইউএনও নাজমুন নাহার।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষক, গুরুজন পিতা-মাতা বা বয়স্ক ব্যক্তিদের পরামর্শমূলক কথাগুলি মনোযোগ সহকারে তাদের শুনতে হবে।
১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের এসএসসি নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার।
এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুজ্জামান, দাতা সদস্য ডা. গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা সদস্য ডা. মমতাজ খানম, সাবেক ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হাকিম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের আহব্বায়ক অধ্যাপক (অব.) মাহবুব-উল-আলম, অভিভাবক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available