• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৬:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৬:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হালুয়াঘাটে ৫৫৬ বস্তা ভারতীয় চিনি জব্দ

৫ মে ২০২৪ বিকাল ০৩:৩৪:২৬

হালুয়াঘাটে ৫৫৬ বস্তা ভারতীয় চিনি জব্দ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়ঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৫৬ বস্তা চিনি জব্দ করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার ২ মে উপজেলার আকনপাড়া হাসিদের মোড় চানু মল্লিকের তিনতলা ভবনের নিচ তলা থেকে ও অপর আরেকটি টিন শেড বিল্ডিং থেকে এসব চিনি জব্দ করা হয়।

উপজেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স পরিচালনাকারী নির্বাহী অফিসার আবিদুর রহমার অভিযান পরিচালনা করেন। এ সময় অন্যান্য কর্মকর্তাসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চানু মল্লিকের ভবনের নিচ তলায় ভাড়াটিয়া মুরাদ খান ও তার সহযোগী আশরাফ অবৈধভাবে চোরাই পথে ভারতীয় চিনি আমদানী করে নিচ তলায় রাখে। এসব চিনির বস্তা বদল করে বাংলাদেশের ফ্রেশ কোম্পানির বস্তায় মজুদ করে।

ওই রুম থেকে ৩১৬ বস্তা ভারতীয় চিনি ৪০টি খালি বস্তা ও একটি চিনি মাপার যন্ত্র জব্দ করা হয়। এছাড়াও মজিবর রহমানের ভারাটিয়া টিন শেড বিল্ডিং থেকে আরও ২৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

আসামিরা হলেন- তারাকান্দা উপজেলা কাকনী গ্রামের মৃত কাদির খার ছেলে মুরাদ খান (৩৩), হালুয়াঘাট উপজেলার আকনপাড়া হাদিসের মোড়ের সোনা মিয়ার ছেলে মো. রাসেল (৩৫) ও ধোবাউড়া উপজেলার আশরাফ (৩৫)। এছাড়াও ৪,৫ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।

এ ঘটনায় হালুয়াঘাট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি ধারার অপরাধে তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, চোরাচালানের সাথে জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২