কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
২১ মে মঙ্গলবার দুপুরে তিতাসের ঢাকা মেট্রো জেনারেল ম্যানেজার (রাজস্ব) রাশেদুল আলমের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ এলাকায় ও কোন্ডা ইউনিয়নের আইন্তা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় হাসনাবাদ ও বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের ৯৯৬ নম্বর প্লটে স্থানীয় হানিফ মিয়া মালিকানাধীন একটি বহুতল ভবনের (আপনালয় নিবাস) ২০টি অবৈধ গ্যাস সংযোগ ও এর পার্শ্ববর্তী আরও একটি বহুতল ভবনে ১৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে আইন্তা গ্রামের সমাজ কল্যাণ সংঘের পার্শ্ববর্তী একটি ওয়াশিং কারখানায় অভিযান চালিয়ে সেখানকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান শেষে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঢাকা মেট্রো জেনারেল ম্যানেজার (রাজস্ব) রাশিদুল আলম জানান, সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে তিতাসের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে। বসুন্ধরায় যে দুটি বাড়িতে আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, এই বাড়িতে এর আগে অভিযান পরিচালনা করা হয়েছিল। পরবর্তীতে তারা আবারও পুনরায় অবৈধ সংযোগ গ্রহণ করেছে। আজ আবারও সংযোগ বিচ্ছিন্ন করে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। এ ধরনের অবৈধ সংযোগ পুনরায় নিলে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আইন্তা গ্রামে ওয়াশিং কারখানার লোকজন অভিযানের খবর পেয়ে আগেই কারখানা বন্ধ করে পালিয়েছে। আমরা রাস্তার পাশের গ্যাসের মূল লাইন থেকে তাদের কারখানায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। তিতাস গ্যাসের পক্ষ থেকে কেরানীগঞ্জে মোট ১২টি টিম বিভিন্ন ইউনিয়নে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।
অভিযানকালে তিতাসের বেশ কয়েকজন ডিজিএম, জোন-৫ কেরানীগঞ্জের জিনজিরা গ্যাস অফিসের সেলস ম্যানেজার তৌফিক এলাহী সবুজ, সহকারী প্রকৌশলী মো. আমানুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available