স্টাফ রিপোর্টার, নরসিংদী: সড়কে অযাচিত, ঝুঁকিপূর্ণ, ফিটনেস বিহীন যানবাহন নিয়ন্ত্রণসহ নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ কর্তৃপক্ষ।
২৬ জুন বুধবার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটি) এর সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান, মোটরযান পরিদর্শক মো. রাসেল আহমেদ, নরসিংদী জেলা পরিবহণ মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধাসহ পরিবহণ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা-সিলেট, ঢাকা-নরসিংদীসহ বিভিন্ন রুটে আইন অমান্য করে চলাচলকারী পরিবহণ মালিকদের অর্থদণ্ড দেয়া হয়। সেই সাথে অযাচিত যানবাহন চলাচলে সতর্ক করা হয়। এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন বিআরটিএ কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available