• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৮:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৮:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান

২০ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:২৪:৩২

টাঙ্গাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে।

২০ অক্টোবর রোববার সকালে পৌর শহরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা পার্ক বাজার এলাকায় পাইকারি ও খুচরা দোকানে বিশেষ টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জিয়াউল ইসলাম চৌধুরীর নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।

পৌর শহরের সবচেয়ে বড় পার্ক বাজারে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্সের সদস্য ও কনজুমারস অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু জুবায়ের উজ্জলসহ কৃষি বিপণন কর্মকতার প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান পরিচালনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বেশকটি পাইকারি ও খুচরা দোকানে মালিকদের সতর্ক করেন। এছাড়াও কয়েকটি দোকানের পণ্য বিক্রির মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়। ভবিষ্যতে এই একই রকমের মূল্য তালিকা না পাওয়া গেলে তার জন্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন বিশেষ টাস্ক ফোর্স কমিটি।

এছাড়াও লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২