• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০০:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০০:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে বাস চাপায় এএসআই নিহতের ঘটনায় অভিযুক্ত চালক-হেলপার গ্রেফতার

১০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:২৯:২৬

গাজীপুরে বাস চাপায় এএসআই নিহতের ঘটনায় অভিযুক্ত চালক-হেলপার গ্রেফতার

গাজীপুর (গাছা) প্রতিনিধি: বিশ্ব ইজতেমায় ডিউটি করতে গিয়ে গাজীপুর পরিবহনের বাস চাপায় এএসআই হাসানুজ্জামান নিহতের ঘটনায় বাস চালক ও হেলপারকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ(দক্ষিণ)। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিশ্ব ইজতেমায় নিরাপত্তার স্থাপনকৃত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাজীপুর পরিবহনের ঘাতক বাসটিও জব্দ করে ডিবি পুলিশ।

গ্রেফতাররা হলেন- গাজীপুর পরিবহনের ঘাতক বাস চালক, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার আন্দারিয়াপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলর মো. ফয়সাল আহম্মেদ(৩০) এবং হেলপার, মাগুরা জেলার মোহাম্মদপুর থানার যশোবন্তপুর গ্রামের মান্নাফ মোল্লার ছেলে মো. হাবিবুর রহমান (৩০)। মানিকগঞ্জ জেলায় কর্মরত নিহত এএসআই হাসানুজ্জামান বিশ্ব ইজতেমার ডিউটি পালনের জন্য গাজীপুরের টঙ্গীতে অবস্থান করছিলেন।

৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মো. নাজির আহমেদ খান।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত ২ ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটায় টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশ্ব ইজতেমার ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় মানিকগঞ্জ থেকে আগত এসআই আমির হামজা ও এএসআই হাসানুজ্জামানকে বেপরোয়া গতিতে চলা গাজীপুর পরিবহনের একটি বাস গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাদের চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, ঢাকায় রেফার্ড করেন। গুরুতর আহত অবস্থায় সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত এসআই আমির হামজা চিকিৎসাধীন রয়েছেন।

উপ-পুলিশ কমিশনার মো. নাজির আহমেদ খান আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে নিয়মিত সড়ক পরিবহন আইনে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২