• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৪:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৪:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

বিওয়াইএমপিএ'র কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান

৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫:০৪

বিওয়াইএমপিএ'র কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: গত ৬ই সেপ্টেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশন (বিওয়াইএমপিএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। বাংলাদেশের প্রায় ৭০টি শিল্প গ্রুপের স্পিনিং ডিভিশন থেকে প্রায় ২০০ অধিক মার্কেটার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিওয়াইএমপিএ বাংলাদেশের ইয়ার্ন মার্কেটিং প্রফেশনালদের এক বৃহৎ সংগঠন যা ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।

বিওয়াইএমপিএ নবনির্বাচিত সাধারণ সম্পাদক গেটকো গ্রুপের স্পিনিং ডিভিশনের মার্কেটিংয়ের নির্বাহী পরিচালক জনাব রুহুল আমিন আশিক অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আজকের দিনটি বিওয়াইএমপিএ ইতিহাসে এক ঐতিহাসিক দিন। আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমি বিওয়াইএমপিএ'র একজন সদস্য। নতুন দায়িত্ব ও একজন সদস্য হিসাবে সংগঠনকে আমি আমার সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা করবো। বিওয়াইএমপিএ সদস্যবৃন্দ রপ্তানি খাতের সাথে জড়িত বাংলাদেশের অর্থনীতিতে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে এবং কীভাবে সামনে দিনগুলোতে এ ভূমিকা আরও বৃদ্ধি করা যায় সে লক্ষ্য কাজ করবে।

বিওয়াইএমপিএ নবনির্বাচিত সভাপতি যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনের মার্কেটিং পরিচালক ইঞ্জি. এবিএম সিরাজুল ইসলাম অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, এই নতুন কার্যনির্বাহী কমিটি তার সদস্যদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে যার মধ্যে দিয়ে বাংলাদেশ ইয়ার্ন সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং এই কমিটি হবে জবাবদিহিতামূলক ও দায়িত্বশীল।

তিনি আরও বলেন, আমাদের সেক্টরের যে চ্যালেন্জগুলো আছে বিশেষ করে প্রাইস ও ব্যাংকিং সাপোর্ট তা নিয়ে বিটিএমএ এবং বিকেএমইএ এর সাথে আলোচনা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহ-সভাপতি আ. সালিক, হেড অব মার্কেটিং, ইউটা স্পিনিংসহ সভাপতিবৃন্দ পঙ্কজ কান্তি সরকার, সিনিয়র জিএম, থার্মেক্স স্পিনিং, কাজী বজলুর রশিদ স্বত্বাধিকারী, কাজী এন্টারপ্রাইজ, এ,কে,এম এনায়েত উল্যাহ জিএম, ইয়ুথ স্পিনিং, মাহফুজ হোসেন, জিএম, এশিয়া কম্পোজিট, কামরুজ্জামান মাসুদ, জিএম, বাদশা টেক্সটাইল, মাকসুদ রিতু, এজিএম, প্রাইম টেক্সটাইল, যুগ্ম সম্পাদকবৃন্দ জিল্লুর রহমান হেড অফ মার্কেটিং, আশিক কম্পোজিট, আমিনুর রহমান আমিন, জিএম, ফারিহা, স্পিনিং মাজহারুল ইসলাম মিলন, হেড অফ মার্কেটিং, সৈয়দ স্পিনিং, এস কে মুন্না ডিজিএম, আরএন স্পিনিং, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, জিএম, যমুনা স্পিনিং, অর্থ সম্পাদক জিল্লুর রহমান, জিএম, রিদিশা স্পিনিং, আইন সম্পাদক
উত্তম কুমার দাস, হেড অফ মার্কেটিং, হামিম স্পিনিং, প্রচার সম্পাদক বশির খান সিনিয়র ম্যানেজার, বিএসবি স্পিনিং দপ্তর সম্পাদক ইমামুল হক লিপু, সিনিয়র ম্যানেজার, এনজেড টেক্সটাইল, কার্যকরী সদস্যবৃন্দ মোশারফ হোসেন চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর, জেকে স্পিনিং, মাকসুদ আলম জিএম, প্রাইমটেক্সটাইল, আনোয়ার হোসেন, ডিরেক্টর, ইউনিটেক্স স্পিনিং, সেলিম হোসেন হেড অফ মার্কেটিং, আকিজ স্পিনিং, সাঈদ রিমন, সিইও, ওএসএন সোর্সিং, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ মনোয়ার হোসেন, জিএম, আরমাডা স্পিনিং, আবুল কালাম আজাদ, জিএম, আকবর কটন আ. আলীম, জিএম, মুলতাজিম স্পিনিং, শামীম আহমেদ, সাবেক জিএম, জেরিনা কম্পোজিট, সালাউদ্দিন আহমেদ, সাবেক হেড অব মার্কেটিং, স্কয়ার স্পিনিং, জিল্লুর রহমান, ডিজিএম, যমুনা স্পিনিং, গোলাম মোস্তফা হাবিব হেড অফ মার্কেটিং ও মেহমুদ ইন্ডাস্ট্রিজ।

সবশেষে সংগীত সন্ধ্যা ও ডিনারের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২