• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৭:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৭:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাল্লায় ভিজিএফের চাল লুটপাটের অভিযোগে মানববন্ধন

১৫ এপ্রিল ২০২৪ দুপুর ০২:০৯:৩৭

শাল্লায় ভিজিএফের চাল লুটপাটের অভিযোগে মানববন্ধন

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইউপি সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে গরীব অসহায়দের নামে সরকারি বরাদ্ধকৃত ভিজিএফ’র চাল আত্মসাৎ ও লুটপাটের অভিযোগ করে এলাকাবাসী।

১৫ এপ্রিল সোমবার বেলা ১২টায় আটগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বারের বিরুদ্ধে শাল্লা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নজরুল ইসলামের পরিচালনায় বক্তারা বলেন,  ঈদের আগে গরিব অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণের নির্দেশনা থাকলেও প্রধানমন্ত্রীর দেয়া এসব চাল গরিবদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ ও লুটপাট করে নিয়ে যায় ইউপি সদস্য কামরুজ্জামান।

বক্তারা অভিযোগ করে বলেন, এসব চালের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার সরজমিনে উপস্থিত থেকেও চাল লুটপাট ঠেকাতে ব্যর্থ হয়। এমনকি চাল লুটপাটের ঘটনা ৯ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ইউপি সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন।

তারা আরও বলেন, চাল লুটপাটের একটি ভিডিও ফুটেজও রয়েছে প্রশাসনের কাছে। এতএত প্রমাণ থাকা সত্তেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন! প্রতিবছরই আটগাঁও ইউনিয়নের চাল লুটপাটের ঘটনা ঘটে। এগুলো ধামা চাপা দেওয়ার ফলেই অসহায় মানুষেরা ভিজিএপের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউপি সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করে দ্রুত গ্রেফতারের আল্টিমেটাম দেন উপস্থিত বক্তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন, মারুফ মিয়া, সাজ্জাদনুর, ইজাজুল মিয়া, মাসুম মিয়া, শাকিল মিয়া, সাজু মিয়া, তাওরিদ মিয়া প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩