বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ময়মনসিংহ অঞ্চলের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজের ৯৬ জন শিক্ষার্থী এই পর্বে অংশগ্রহণ করেন।
৭ জুলাই রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাছাই পরীক্ষা শুরু হয়। প্রতিযোগীদের মধ্য থেকে ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়, যাদের মধ্যে ২০ জন সিনিয়র গ্রুপ এবং ৪০ জন জুনিয়র গ্রুপে বিজয়ী হন। দুপুর আড়াইটায় বিজয়ীদের মধ্যে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত এই অলিম্পিয়াডের সার্বিক সহযোগিতায় ছিল বাকৃবি বিজ্ঞানচর্চা কেন্দ্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন, গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী শেখ ফরিদ, বিজ্ঞানচর্চা কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক তানজিলা ঋতু এবং বাকৃবি বিজ্ঞানচর্চা কেন্দ্রের সভাপতি জাবের ইসলাম।
আগামী ৩ আগস্ট ঢাকায় এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের মধ্য থেকে ৩০ জনকে নির্বাচিত করা হবে। এরপর ২১-২৪ আগস্ট চূড়ান্ত বাছাই এবং ৪ দিনের আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন জানিয়েছেন, চূড়ান্ত বাছাই শেষে ৫ জন প্রতিযোগী ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এছাড়া, সিনিয়র গ্রুপের তৃতীয় থেকে দ্বাদশ স্থান অধিকারীদের মধ্যে থেকে সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত দুইজনকে রাশিয়ান সরকারের বৃত্তি প্রদান করা হবে, যার মাধ্যমে তারা রাশিয়ায় জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতি পদার্থ বিজ্ঞান বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available