বরিশাল ব্যুরো: ফেসবুকে ১৩টি গ্রুপ খুলে অসামাজিক কার্যকলাপ করার অপরাধে আবু বক্কর (১৯) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ।
২০ এপ্রিল শনিবার বিকেলে কোতয়ালী মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে এই তথ্য দেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূইয়া।
আটক আবু বক্কর পটুয়াখালী জেলার রনগোপালদী ইউনিয়নের মো. হেলাল গাজীর ছেলে। সে বরিশাল আলেকান্দা কলেজের এইচএসসি শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার বলেন, গত একমাস যাবত কোতয়ালী থানার সাইবার টিম ফেসবুকের গ্রুপভিত্তিক এই চক্রটিকে ধরার জন্য অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে বরিশাল নগরীর কাশিপুর এলাকা থেকে আবু বক্করকে আটক করা হয়। সে বরিশাল নথুল্লাবাদ আবাসিক হোটেলসহ ১৩টি হোটেলের নামে ফেসবুকে গ্রুপ খুলে তরুণ-তরুণী এবং স্কুল-কলেজের ছাত্রীদের অসামাজিক কর্মকাণ্ড করাতো। এছাড়াও বিভিন্ন অসামাজিক ছবি তুলে অর্থ আদায় করতো।
চক্রটির সাথে জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available