• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৬:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৬:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নড়াইলে দেশীয় অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

২৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:৩৬:০০

নড়াইলে দেশীয় অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ  দু’সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের আহাদ শেখ(৩৫) ও শহীদুল্লাহ শেখ(৩২)।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর রাতে তাদের কালিয়া উপজেলার বুড়িখালি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে কালিয়া উপজেলার বুড়িখালী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে দ্বন্দ্ব সংঘর্ষ চলে আসছে। একটি গ্রুপের নেতৃত্ব দেন পুরুলিয়া ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য জামাল হোসেন ধলা। তার পক্ষটি আওয়ামী লীগ সমর্থিত দল হিসেবে পরিচিত। অপরদিকে বিএনপি সমর্থকদের নিয়ে একটি গ্রুপের নেতৃত্ব দেন মাকসুদ শেখ। আওয়ামী লীগ সরকারের আমলে ওই এলাকায় জামাল হোসেন ধলার গ্রুপটি শক্তিশালী ও বেপরোয়া ছিল। কিন্তু সরকার পতনের পর বিএনপির গ্রুপটি চাঙ্গা হয়ে ওঠে।

গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বুড়িখালি এলাকায় বিএনপির একটি অফিসের উদ্বোধন করেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। এ নিয়ে সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়। এতে বিএনপি সমর্থক আমিনুর গাজী ও হেকমত শেখ মারাত্মক আহত হন। তাদের নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় ইতোমধ্যে থানায় দু’টি মামলা হয়েছে। এদিকে সেনাবাহিনীর অভিযানে দু’সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। তাদের বাড়ি থেকে ২টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১টি হাতুড়ি ও ১টি ফুলকুচসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এরপর আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২