• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৪:৫৪ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৪:৫৪ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৬:০৬

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, নরসিংদী: নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ১টি শটগান, চায়নিজ রাইফেলের ২টি ম্যাগজিন ও ১টি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম উদ্ধার করেছে নরসিংদী সেনা ক্যাম্পের দুটি আভিযানিক দল।

গতকাল ও আজ শনিবার নরসিংদী সেনা ক্যাম্পের (২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) ক্যাপ্টেন রকিব ও লেফট্যানান্ট সাদমানের নেতৃত্বে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এবং নরসিংদী শহরের ঘোড়াদিয়া ও চিনিশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে এসব অস্ত্রসস্ত্র পরিত্যক্ত অবস্থায় অবস্থায় উদ্ধার করা হয়।

আজ শনিবার দুপুরে নরসিংদী সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল মো. ফাহিম মাহবুব নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের কাছে এসব অস্ত্রসস্ত্র হস্তান্তর করেন। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই দুর্বৃত্তরা জেলা কারাগার লুট করে ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ