বাকৃবি প্রতিনিধি: স্ট্যান্ডার্ড চাটার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন।
এবার অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১২টি ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অধ্যাপক মামুন জুরি স্পেশাল ক্যাটাগরিতে ওই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকার শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন বলেন, ‘প্লানটেইন’ নামক একপ্রকার ঘাসে অ্যান্টিবায়োটিক বা গ্রোথ প্রোমোটরের বিকল্প উপাদান খুঁজে পেয়েছিলাম, যা গবাদিপশু ও পোলট্রি সরাসরি গ্রহণ করতে পারে। ব্রয়লার মুরগিতে ক্ষতিকর অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে প্লানটেইন ঘাস ব্যবহারে নিরাপদ ও অধিক পুষ্টিসমৃদ্ধ মাংস উৎপাদনে গবেষণায় সফল হওয়ার অবদান হিসেবে এই অ্যাওয়ার্ডটি লাভ করেছি।
তিনি আরও বলেন, গবেষক হিসেবে গবেষণার প্রতিদান পাওয়া অনেক বেশি আবেগ ও সম্মানের। বিশ্বমানের গবেষণা দ্বারা দেশ ও জাতির সেবা করতে পারা একজন গবেষকের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে গবেষণার দ্বারা দেশ ও জাতিকে ভালো কিছু উপহার দিতে পারবো বলে আশাবাদী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available