বাকৃবি প্রতিনিধি: রোভারিংয়ের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)-২০২২ অর্জন করেছেন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও রোভার স্কাউট গ্রুপের রোভার মো. রবিউল ইসলাম। তিনি বাকৃবির পশু পালন অনুষদ থেকে স্নাতক ও একই অনুষদের পশু পুষ্টি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বাকৃবি রোভার স্কাউট গ্রুপের ক্র-ইন- কাউন্সিল ২০১৯-২১ এর সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ২ জুন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভায় ওই অ্যাওয়ার্ড প্রদান করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি ৯ জুন রোববার বাকৃবি রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভারমেট ও গ্রুপ সম্পাদক মো. আল-আমিন হোসেন নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ মার্চ বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক এ কে এম আশিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গত ১২ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ২০২২ সালের প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়নের ভিত্তিতে প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য রবিউলসহ ১০ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
জানা যায়, বাকৃবি থেকে ২৩ জনসহ এখন পর্যন্ত বাংলাদেশ স্কাউটস থেকে সর্বমোট ১৯৪ জন পিআরএস অ্যাওয়ার্ড পেয়েছেন।
অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে অনুভূতি প্রকাশ করে রবিউল বলেন, অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, তারপরও যদি বলতেই হয় তাহলে ৪ বছরের স্নাতক শেষে গ্রাজুয়েশন করার মতো কিছুটা।
তিনি আরও বলেন, আমার এই অর্জন উৎসর্গ করছি আমার পরিবার তথা ‘বাবা-মা’র প্রতি, যাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আমার কোনো অস্তিত্বই থাকতো না। যারা আজও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার সফলতার জন্য।
রবিউল বলেন, এই দীর্ঘ যাত্রা আমার একার পক্ষে অতিক্রম করা সম্ভব ছিল না, আমার এ অর্জনের পেছনে অনেক মানুষ ও প্রতিষ্ঠানের অবদান রয়েছে। বিশেষ করে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available