শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি নির্মিত হবে মাদারীপুর শিবচরে। ৬ জুলাই শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুরের শিবচরের কুতুবপুরে পদ্মা রেল স্টেশন সংলগ্ন এলাকা, পৌরসভার শেখ হাসিনা সড়ক, চরশ্যামাইলে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।
এসময় আরও উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মারুফুর রশীদ খান, মাদারীপুরের (ভারপ্রাপ্ত) জেলা জজ তারেক মইনুল ইসলাম ভূঁইয়া, মাদারীপুর নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন, মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ প্রমূখ।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা খুব আনন্দিত যে, শিবচরে বিচার বিভাগের দু’টি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকার একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করার প্রস্তাব পাশ করেছেন। এটা শিবচরে করা হবে। এটার জন্য জমি অধিগ্রহণের টাকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এই জমির টাকা বিতরণ করা হবে। আর ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের প্রথম একটা আইন বিশ্ববিদ্যালয় হবে, যেটার নাম হবে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়টাও পরিকল্পনা করেছি এই শিবচরেই করা হবে। প্রধানমন্ত্রীর সেই ইচ্ছা মোতাবেক আমি আজ বিশ্ববিদ্যালয়টার জন্য জায়গা দেখতে এসেছি। আমরা ৩টা জমি দেখেছি।
তিনি বলেন, চিফ হুইপ সাহেব আমাকে এখানে নিয়ে এসেছেন। আপনাদের মাধ্যমে আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে ৩টাই খুব ভাল জায়গা দেখিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হবে যেটা, আমরা সেটাই সিদ্ধান্ত নেব। আমরা কিছুদিনের মধ্যেই জানিয়ে দেব কোথায় সেটা হবে। মাদারীপুর শিবচরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available