• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:০২:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:০২:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৪৭:৩৪

গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শহরের যানজট নিরসনে আগামী তিন মাসের মধ্যে থ্রি-হুইলারসহ সরকার অনুমোদিত সকল প্রকার মোটরযান চালকদেরকে বৈধ লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

১০ নভেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা'য় আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সংশ্লিষ্টদেরকে এ নির্দেশনা দেন তিনি।

এ সময় কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও নতুন পৌর বাসস্ট্যান্ড পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের আহ্বান জানান তিনি। অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ প্রদান, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সজাগ থাকার পরামর্শ দেন।

জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, ফাস্টফুড, মিষ্টির দোকান, বেকারীসহ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন। গোপালগঞ্জ পৌরসভাকে হাসপাতালের বর্জ্য দ্রুত অপসারণ করার নির্দেশ দেন। সেই সাথে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দিকনির্দেশনা দেন। নিষিদ্ধ পলিথিন ব্যবহারে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, মাদক এবং কিশোর গ্যাংয়ে জড়িত যারা ইতোমধ্যেই কারাগারে রয়েছেন তারা যেন সহজেই জামিনে মুক্তি পেয়ে একই অপরাধে পুনরায় নিয়োজিত না হয় সেজন্য গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ বরাবর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অনুরোধপত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোছা. নাজমুন নাহারের সঞ্চালনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক মেজর তৌহিদ, র‍্যাব-৬ (ভাটিয়াপাড়া) ক্যাম্প কমান্ডার এস এম রেজাউল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুজিবুল হক, জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জিবেতিষ বিশ্বাস, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওহিদ আলম লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩