রংপুর ব্যুরো: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় রংপুরেও আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন রোববার রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে আলাদা আলাদা কর্মসূচির মধ্যে সকাল ৭টায় স্ব-স্ব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য প্রদান করা হয়। বেলা ১১টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুর ২টায় অসহায়-দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বিকেল ৪টায় জেলা ও মহানগর দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের জেলা শিল্পকলা একাডেমি ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়।
একইভাবে রংপুর জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ, বদরগঞ্জ, গঙ্গাচড়া, পীরগাছা-কাউনিয়া, রংপুর সদর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
রংপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুল, যুগ্ম-আহ্বায়ক বাবুল হোসেন, অ্যাড. আনোয়ারুল ইসলাম রংপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও মহিলা লীগসহ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা।
অপরদিকে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেমের নেতৃত্বে মহানগর এবং ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ ও মহিলা নেতৃবৃন্দসহ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available