বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে না গেলেও আহতদের তালিকায় নাম এসেছে এক দম্পতির। তারা হলেন শামসুল আলম (৫৫) ও তার স্ত্রী ফাতেমা (৫০)।
শামসুল আলম উপজেলার বালিগাঁও গ্রামের আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী ফাতেমা গত ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
গত ১৩ আগস্ট বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন বরাবর আন্দোলনে আহতদের একটি তালিকা প্রেরণ করা হয়। আর এ তালিকাতে স্থান পায় ৩২ জনের নাম।
তালিকাটি নিয়ে অনুসন্ধান করলে দেখা যায়, শামসুল আলম ও ফাতেমা দম্পতি গত ৪ আগস্ট পারিবারিক দ্বন্দ্বে আহত হয়ে চিকিৎসা সেবা নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। তাদের ওইদিনের ব্যবস্থাপত্র এই প্রতিবেদকের হাতে এসেছে। তারা আন্দোলনে আহত হননি এমনকি আন্দোলনে অংশগ্রহণও করেননি।
সরেজমিনে অনুসন্ধানে গিয়ে জানা যায়, এক প্রতিবেশীর সাথে চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বে এই দম্পত্তি আহত হন। পরবর্তীতে স্থানীয় শালিস দরবারও হয় এ ঘটনাটি নিয়ে। শালিসে যারা উপস্থিত ছিলেন, আহত ব্যক্তিদ্বয় ও প্রতিপক্ষ প্রতিবেশীদের সাথে কথা বলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে, যে এই দম্পতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হননি।
এছাড়া তালিকায় নাম ও মুঠোফোন নাম্বার থাকা আরেক ব্যক্তিকে কল দিলে তিনি বলেন তার বাড়ি নারায়ণগঞ্জ। তিনি আন্দোলনে যাননি। কে বা কারা তার নাম্বারটি ব্যবহার করেছে তা তিনি জানেন না। তালিকার ব্যক্তির নাম ও মুঠোফোনের মালিকের নামের সাথেও কোনো মিল নেই।
এ বিষয়ে জানতে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাবেয়া বলেন, তালিকাটি আমরা রিভাইসড দিয়ে সংশোধন করে নতুন তালিকা তৈরি করবো।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুধু নিহতদের তালিকা প্রকাশ করা হয়েছে। আহতদের কোনো তালিকা আমরা পাইনি।
আন্দোলনে যায়নি, পারিবারিক দ্বন্দ্বে আহত এমন ব্যক্তিদেরও আহতদের তালিকায় যাচাই-বাছাই ছাড়া অন্তর্ভুক্তি করা নিশ্চিত স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলা বলে মন্তব্য করছেন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র সমাজ।
তারা কীভাবে বা কী কারণে এমনটা করেছে তা যথাযথ তদন্তের মাধ্যমে বের করার জন্য জেলা সিভিল সার্জনের প্রতি আহ্বান জানান ছাত্র সমাজ ও সাধারণ মানুষজন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available