চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় আব্দুল হাকিম পিন্টু হত্যাসহ দুটি হত্যা মামলার আসামি, শীর্ষ মাদক কারবারি ও আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
২ মার্চ মার্চ রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা শহরের চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
পিন্টু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আজিজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী টিকলিচর গ্রামের মো. জিল্লার রহমান গাজীর ছেলে। আজিজুল চরবাগডাঙ্গার আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার ৪ নম্বর আসামি। এছাড়াও আজিজুল ইসলাম আরও একটি হত্যা মামলা, ২ বছর আগে সন্ত্রাসী চক্রের হাতে খুন হওয়া জিয়া হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ৩ মার্চ সোমবার সকালে রিমান্ডের আবেদন করে আজিজুলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার তিনজন আসামিকে আটক করেছে পুলিশ। এর আগে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আশরাফ আলী মাস্টার এবং আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলামের বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা ও মাদক মামলা। কিন্তু সম্প্রতি চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন হলে সেখানে তাকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। পরে সমালোচনার মুখে পরে তা স্থগিত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে খুনের ঘটনার সাথে জড়িত আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার অন্যতম আসামি আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার রিমান্ডের আবেদন করে আজিজুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available