ঠাকুরগাঁও প্রতিনিধি: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপাী তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা। এতে মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরুব্বি ও তাবলীগ জামায়াতের জিম্মাদার (দায়িত্বশীল) মো. ওয়াসিকুল ইসলাম।
৫ অক্টোবর শনিবার বেলা ১২টা ১৬ মিনিটে শুরু হয়ে প্রায় ১৫ মিনিটের এ মোনাজাতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়। এ সময় সর্বস্তরের মুসল্লির ঢল নামে।
সকাল থেকে জেলার গোবিন্দনগরে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশে প্রয়াত আনোয়ার হোসেন লাল মিয়ার পুরাতন ইটভাটা মাঠে সমবেত হন হাজার হাজার মানুষ। মুসল্লিদের আগমনে ইজতেমা মাঠ পরিণত হয় বিশাল জনসমুদ্রে। মাঠের অন্যপাশে অবস্থান নেন অসংখ্য নারী ও শিশু।
মোনাজাতে ১৫ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিরা দাবি করেছেন। বয়াান শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয় ঠাকুরগাঁও জেলা ইজতেমা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available