খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় আখ চাষ প্রায় বিলুপ্তির পথে। দুই দশকের ব্যবধানে এক সময়ের এই অর্থকরি ফসলটি উৎপাদন কমেছে প্রায় ৮০ শতাংশ। কৃষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে আখে ছত্রাক, ডগা পচা, লালচে রোগসহ নানা প্রকার সংক্রামক দেখা দিচ্ছে। যে কারণে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন আখ চাষ থেকে।
উপজেলা কৃষি বিভাগ বলছে, উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও অতিরিক্ত জমিতে আখ চাষ হয়েছে। এবারে আখ চাষের লক্ষ্যমাত্রা ছিলো ২৬৫ হেক্টর, কিন্তু আবাদ হয়েছে ২৭৫ হেক্টর জমিতে।
একটা সময় ছিলো কুষ্টিয়ার খোকসায় যখন যেদিকে তাকানো হতো সেদিকেই দেখা যেত আখের জমি। কিন্তু সময়ের পরিক্রমায় ধীরে ধীরে কমতে থাকে আখ চাষ। বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। তারপরও পুরোনো ঐতিহ্যকে ধরে রেখেছেন এলাকার কয়েকজন প্রবীণ। আখ চাষকে বাঁচিয়ে রাখতে এখনো চেষ্টা করে যাচ্ছেন তারা।
সরেজমিনে গিয়ে কয়েকজন চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের শতাধিক পরিবার আখ চাষের সঙ্গে জড়িত ছিলেন। এখন হাতে গোনা ৫ থেকে ৭টি পরিবার তাদের পূর্ব-পুরুষদের ঐতিহ্যকে ধরে রাখতে আখ চাষ করছেন।
আখচাষ-সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদনের খরচ বৃদ্ধিসহ আখ চাষে অধিক পোকার আক্রমণ ও বছরে এক ফসলী। মাড়াই কলের অভাব ও অন্য ফসলের চাইতে অলাভজনক হওয়ায় কৃষকরা আখ চাষে আগ্রহ হারাচ্ছে।
তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এলাকার অনেকেই আবার আখচাষে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা আখচাষ-সংশ্লিষ্টদের।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, আখ চাষের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available